চলতি মাসে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কথা থাকলেও সাময়িক ভাবে নিয়োগ আবেদন বন্ধ ঘোষণা করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। ৫ আগস্ট এক নোটিশের মাধ্যমে ঘোষণা দেয় মালয়েশিয়া। এতে অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে বাংলাদেশ গমনিচ্ছুক কর্মীরা।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আগামী ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিয়োগ আবেদন বন্ধ থাকবে। কর্মসংস্থান (সংশোধন) আইন-২০২২ অনুসরণ করে বিদেশি কর্মীদের পদ্ধতির পর্যালোচনা সক্ষম করে ১ সেপ্টেম্বর থেকে পুনরায় নিয়োগ আবেদন চালু করা হবে এবং বিদেশি কর্মীদের আবেদনের নতুন পদ্ধতি শিগগিরই ঘোষণা করা হবে।
এছাড়া ১৪ আগস্টের আগে জমা দেওয়া আবেদনগুলোর প্রক্রিয়া ৩১ আগস্টের আগেই সম্পূর্ণ করা হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post