ওমানে সূর্যের তাপমাত্রা বেড়ে যাওয়ায় হিটস্ট্রোক এড়াতে নতুন নির্দেশনা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, “শরীরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠলে হিটস্ট্রোক ঘটে। এতে শরীর নিজেকে ঠান্ডা করার ক্ষমতা হারিয়ে ফেলে।
এ সমস্যা কোনো ব্যক্তির তখন দেখা দেয় যখন সে খোলা আকাশের নিচে তাপমাত্রা উপেক্ষা করে কাজ করে বা গরম আবহাওয়াতেও ব্যায়াম করে। তাই সকল নাগরিক ও প্রবাসীদের বর্তমান অবস্থা বিবেচনায় দেশের তাপমাত্রা কমে না আসা পর্যন্ত খোলা স্থানে দুপুরে কাজ করা থেকে বিরত থাকা ও গরমের মধ্যে ব্যায়াম না করার নির্দেশ দেওয়া হয়েছে।
হিটস্ট্রোক এড়াতে, হালকা পাতলা পোশাক পরিধান কারা, সরাসরি সূর্যের তাপের সংস্পর্শে না আসার পাশাপাশি শরীরকে হাইড্রেটেড রাখার নির্দেশ দেওয়া হয়েছে। খুব গরম আবহাওয়ায় নিজেকে শারীরিকভাবে পরিশ্রম থেকে বিরত রাখা, ক্লান্ত বোধ করলে বিশ্রাম নেওয়া এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। একইসাথে শিশু ও বয়স্কদের বেশিক্ষণ গাড়িতে না রাখতে বলা হয়েছে।
আরো পড়ুন:
বিমানবন্দরে ই-গেট ব্যবহার করে যা বললেন ওমান প্রবাসী
মহানবী (সা.) কে কটূক্তি করায় ভারতীয় কর্মীদের ভিসা বাতিল
নতুন তেল ক্ষেত্রের সন্ধান পেল ওমান
প্রায় ৯০ শতাংশ কমে ওমানে শুরু হলো প্রবাসীদের নতুন নবায়ন ফি
স্বরনকালের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষি চট্টগ্রাম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post