গত ৫ জুন জাতীয় বৃক্ষ মেলা পরিবেশ দিবস ২০২২ এর ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী পর বৃক্ষ মেলার গেট খুলে দেওয়ার সংগে সংগেই উপচে পড়া ভিড় বৃক্ষ মেলা তে। সাধারণ মানুষের মুখরিত হয় বৃক্ষ মেলা প্রাঙ্গণ।
উদ্দীপন নার্সারির ব্যতিক্রমী আয়োজন দেখতে মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। শুধু গাছ দেখা নয়, কেউ কেউ সেলফি তুলে, ভিডিও করে আবার কেউবা ফেসবুক লাইভের মাধ্যমে স্মৃতির পাতায় জমা করে রেখেছেন।
উদ্দীপন নার্সারিতে রয়েছে ব্যতিক্রমী কিছু আয়োজন। যেখানে থাকছে ১০০০ টাকার গাছ ক্রয় করে একটি ফ্রি গাছ। রয়েছে শিশুদের জন্য তিনটি ফুল ও ফলের নাম বলে একটি ফুলের গাছ জমিতে নিয়ে নেওয়ার সুযোগ। এছাড়াও রয়েছে নার্সারি পরিচালনার ফ্রি পরামর্শ।
উদ্দীপন নার্সারি পরিদর্শন করতে আসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক সচিব ও উদ্দীপন এর চেয়ারম্যান পরিবেশবাদী ড. মিহির কান্তি মজুমদার। তিনি বলেন বৈশ্বিক উষ্ণায়নের বিষয়টি বিবেচনায় নিয়ে উদ্দীপন দূষণমুক্ত পরিবেশ ও ভারসাম্যপূর্ণ জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে। উদ্দীপনের প্রতিটি শাখার অধীনে নার্সারি, পাখিপল্লী, তালগাছ রোপণ ইত্যাদি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া, দুর্গম পাহাড়ে বন সৃজন যা বাংলাদেশের এনজিও সেক্টরের ইতিহাসে সর্বপ্রথম উদ্দীপনের আরও একটি উদ্যোগ ‘সিড বল ’।
তিনি বলেন, ‘বিশ্বকে বসবাসযোগ্য করার লক্ষ্যে দূষণমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জীববৈচিত্র্যে ভরপুর আমাদের দেশ। তবে মানুষের সচেতনতার অভাবে আজ তা অরক্ষিত। নানা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এর ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে হবে।’
এবারের বৃক্ষমেলায় উদ্দীপন নার্সারিতে প্রদর্শিত হয়েছে বাবুই পাখির বাসা। নারকেলের ছোবড়া এবং পচনশীল দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে এই বাবুই পাখির বাসা। মেলায় আগত দর্শনার্থীদের মূল কেন্দ্রবিন্দু ছিল উদ্দীপন পাখি পল্লী। এখানে এসে সবচেয়ে বেশী খুশি শিশুরা।
আরো পড়ুন:
বিমানবন্দরে ই-গেট ব্যবহার করে যা বললেন ওমান প্রবাসী
মহানবী (সা.) কে কটূক্তি করায় ভারতীয় কর্মীদের ভিসা বাতিল
নতুন তেল ক্ষেত্রের সন্ধান পেল ওমান
প্রায় ৯০ শতাংশ কমে ওমানে শুরু হলো প্রবাসীদের নতুন নবায়ন ফি
স্বরনকালের ভয়াবহ দুর্ঘটনার সাক্ষি চট্টগ্রাম
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post