প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পেলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। গত ১০ মে দুবাই ইমিগ্রেশন সাবেক এ অধিনায়ককে দশ বছর মেয়াদি ভিসা দেয়।
ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো, ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা, গলফার জিভ মিলখা সিং, সাবেক পাকিস্তানের পেসার ওয়াসিম আকরাম, স্পিনার শোয়েব মালিকদের মতো গোল্ডেন ভিসা পেয়ে সম্মানিত বোধ করছেন আশরাফুল।
তিনি বলেন, দশ বছরের জন্য দুবাইয়ের রেসিডেন্স ভিসা পেয়ে ভালো লাগছে। এখন আমি এখানে খেলতেও পারব। ইউএই ক্রিকেট বোর্ড চাইলে অভিজ্ঞতা দিয়ে তাদের সহযোগিতাও করতে পারব।
তবে আশরাফুলের মনোযোগ বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে। তিনি এখনও জাতীয় দলে খেলার স্বপ্ন দেখেন বলেও জানিয়েছেন। উল্লেখ্য: আমিরাত সরকার বিভিন্ন দেশের চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, শিল্পী, অভিনেতা, খেলোয়াড়সহ বিশিষ্ট ব্যক্তিদের গোল্ডেন ভিসা দিয়ে থাকে।
আরো পড়ুন:
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
করোনা মোকাবিলায় ওমানের চেয়েও এগিয়ে বাংলাদেশ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post