ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার তাদের ক্রু ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। লক-ডাউনের মধ্যেই বিভিন্ন দেশ থেকে ওমানি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য বেশ কয়েকটি ফ্লাইট পরিচালনা করেছে ওমান এয়ার। সেই সাথে দেশে খাদ্য, পণ্য ও চিকিৎসা সরঞ্জাম আনার জন্য কার্গো-বিমান পরিচালনা করেছে সংস্থাটি।
জাতীয় ও আন্তর্জাতিক কর্তৃপক্ষের দিক নির্দেশনার ভিত্তিতে নির্ধারিত সময়ে বিমান সেবায় শৃঙ্খলা ফেরাতে নতুন এই পরিকল্পনা নিয়েছে ওমান এয়ার। দেশের প্রয়োজনের ভিত্তিতে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে প্রস্তুত রয়েছে কোম্পানিটি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘‘পাবলিক অথরিটি ফর সিভিল এভিয়েশন (প্যাকা) এবং অন্যান্য দেশের কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে ওমান এয়ার সবসময় তার কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক নিরাপত্তার ও সতর্কতা অবলম্বন করেছে। ক্রু এবং যাত্রীদের সুরক্ষা ও কোভিড-১৯ থেকে ক্রুদের রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে বিমান কর্তৃপক্ষ। বিদেশ থেকে ফেরত আসা কোন নাগরিকের দ্বারা যেনো ওমানে কেউ সংক্রমিত না হয় এই দিকেও বেশ সজাগ রয়েছে ওমান এয়ার।
আরও পড়ুনঃ ওমানে সীমিত আকারে চালু হচ্ছে দূতাবাসের পাসপোর্ট সেবা কার্যক্রম
বিমান সংস্থা জানিয়েছে, নির্ধারিত ফ্লাইটগুলি চালু করার পরে কেবিন ক্রু তাদের ইউনিফর্মের উপরে একটি মাস্ক, ফেস শিল্ড ও গ্লাভসসহ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) পরবে। এছাড়াও কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ তথ্য নিয়মিত আপডেট পাবেন কেবিন ক্রুরা। ফ্লাইট চলাকালীন সকল প্রকার তথ্য জানানো হবে তাদের। এছাড়াও ওমান এয়ার এরই মধ্যে ক্রু ও যাত্রীদের জন্য মাস্ক, গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজারসহ সমস্ত প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। সংস্থা আরও জানিয়েছে যে, ক্রু ও যাত্রীদের সুরক্ষা নিশ্চিতে সুপ্রিম কমিটি ভবিষ্যতে যে সিদ্ধান্ত নিবে সেগুলোও মেনে চলবে বিমান সংস্থা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post