ভালো চাকরির প্রলোভন দেখিয়ে তিন নারীকে জিম্মির পর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাচারের চেষ্টাকালে তিন মানবপাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তিন ভুক্তভোগী নারীকে উদ্ধার করা হয়। রোববার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দর এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১ এর একটি দল।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, গোপন তথ্য ছিল চাকরির প্রলোভন দেখিয়ে দুবাইয়ে পাচারের জন্য কয়েকজন নারীকে বিমানে ওঠানো হচ্ছে। ওই তথ্যের ভিত্তিতে রাতে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
তিন ভুক্তভোগী নারীকেও উদ্ধার করা হয়। তিনি বলেন, আটকরা আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সক্রিয় সদস্য। এ ব্যাপারে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উত্তরা র্যাব-১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।
Discussion about this post