চলতি বছর ওমানের নির্মাণ খাত প্রায় ৩.৩ শতাংশ বৃদ্ধি পাবে বলে জানিয়েছে ভারতের এইচটিএফ মার্কেট ইন্টেলিজেন্স। ফাউন্ডেশনটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে ওমানে আগামী ২০২৩ থেকে ২৫ সালের মধ্যে নির্মাণ খাতে প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পাবে। দেশে কম খরচে আবাসন, পরিবহন প্রকল্প এবং নবায়নযোগ্য জ্বালানি অবকাঠামোর উন্নয়নে সরকারের কর্মসূচিগুলি আগামী বছরগুলিতে এই সেক্টরের অগ্রগতির জন্য অবদান রাখবে।
প্রতিবেদনে বলা হয়েছে ,”ওমানে অপরিশোধিত তেল উৎপাদন বেড়ে যাওয়ায় ও ভিশন-২০৪০কে সামনে রেখে আগামি কয়েক বছরে দেশে নির্মাণ খাতটির বৃদ্ধি পাবে। পর্যটন ও উৎপাদন খাতের ব্যয় প্রকল্পগুলো ওমানের নির্মাণ শিল্পের মূল চাবিকাঠি। এই খাতগুলি রাজস্ব বহুমুখীকরণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিই এই খাতটিকে সম্প্রসারণ করবে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে,” সরকার উৎপাদন শিল্পের অবদান বাড়ানোর পরিকল্পনা করেছে। দেশের জিডিপি ২০২২ সালে ১০.৮ শতাংশ থেকে ২০২৫ সালে ১২.২ শতাংশ করার পরিকল্পনা রয়েছে। একই সাথে পরিবহন ও সরবরাহ খাতটিতে ৬.৪ শতাংশ থেকে ৭.৫ শতাংশ, শিক্ষা খাতকে ৪.৯ শতাংশ থেকে ৬.২ শতাংশ, পর্যটন খাতকে ২.৩ থেকে ৩ শতাংশ, মৎস্য খাতকে ০.৯ শতাংশ থেকে ২ শতাংশে এবং খনির খাতকে ০.৫ শতাংশ থেকে ০.৭ শতাংশে উন্নতি করার পরিকল্পনা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post