ওমান সরকারের আইন লঙ্ঘন করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে দেশটির আল ওস্তা প্রদেশ থেকে ১৩ জন প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ এক বিবৃতিতে ওমানের কৃষি, মৎস্য ও পানিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, অবৈধভাবে মাছ ধরার অপরাধে তাদেরকে আল উস্তা প্রদেশের মাহুত অঞ্চল থেকে মাছ ধরার সরঞ্জাম সহ গ্রেফতার করা হয়।
এদিকে গতকালও দেশটির একই অঞ্চল থেকে ৫ জন প্রবাসীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত এই প্রবাসীরা কোন দেশের নাগরিক তা জানায়নি পুলিশ। তবে স্থানীয় সূত্রে জানাগেছে, এরা সবাই বাংলাদেশী নাগরিক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post