গান গেয়ে গোটা বিশ্ব কাপিয়ে এবার ওমান মাতাতে আসছেন নেট দুনিয়ায় ভাইরাল ‘মানিকে মাগে হিতে’ গানের সেই শ্রীলঙ্কান শিল্পী ইয়োহানি দিলোকা ডি সিলভা। অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া শ্রীলঙ্কান এই শিল্পী আগামী ১৬ ডিসেম্বর ওমানের আল ফালাজ হোটেল ও ১৭ ডিসেম্বর কুরুম সিটি এম্পিথিয়েটর গান ও নাচের ছন্দে মাতাবেন বলে নিশ্চিত করেছেন আয়োজক কোম্পানিটির চিফ এক্সিকিউটিভ অফিসার আনসেল্ম পেরেরা ও জেনারেল ম্যানেজার ফ্রান্সেস পেরেরা।
বিজনেস প্রসেসিং আউটসোর্সিং সার্ভিসেস গ্লোবাল কোম্পানির ব্যানারে এই কনসার্ট হবে। ইয়োহানি বাংলাদেশিদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করায় আসরটি ওমানে বসবাসরত বাংলাদেশিদের জমকালো উপভোগের সুযোগ করে দিতে প্রচারণা চালাচ্ছেন আয়োজক প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post