ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত মাস্কাট প্রদেশের সিয়া গ্রামে খাদ্যপণ্য পাঠানো শুরু করেছে ওমানের রয়েল এয়ার ফোর্স।
ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, “ওমানের রয়েল এয়ার ফোর্সের সহযোগীতায় হেলিকপ্টারের মাধ্যমে ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত সিয়া গ্রামে খাদ্যদ্রব্যে পাঠানোর কাজ শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ে এলাকায় রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। আশা করা যাচ্ছে দেশটির যেসকল এলাকায় ঘূর্ণিঝড় শাহীনের কারণে রাস্তা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে এবং যে সকল এলাকায় সরাসরি খাদ্যদ্রব্যে পৌঁছানো যাচ্ছে না সেগুলো এলাকায় খাদ্যদ্রব্যে পাঠাবে রয়েল এয়ার ফোর্স।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post