ওমানের দক্ষিণ আল বাতিনায় ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্ত হওয়া সকল পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে।
এনসিইএম জানিয়েছে,”উত্তর আল বাতিনা প্রদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সকল পরিষেবা পুনরায় চালু করা হয়েছে। নাগরিকদের মৌলিক পরিষেবা (বিদ্যুৎ, পানি, যোগাযোগ, জ্বালানি, রাস্তা এবং বর্জ্য ব্যবস্থাপনা) শতভাগ চালু করতে স্বেচ্ছাসেবকদের সহযোগী প্রশংসনীয়। ”
এদিকে, ঘূর্ণিঝড় শাহীনে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসা সকল স্বেচ্ছাসেবীদের প্রশংসা করেছে করে ক্যাপ্টেন সেলিম আল রাসবি বলেন, উত্তর আল বাতিনা প্রদেশে শাহীনে ক্ষতিগ্রস্তদের সাহায্যে শত শত স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসেছে। যে কারণে খুবদ্রুত এই প্রদেশে নাগরিকদের মৌলিক পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। তাই আমরা সকল স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরও বলেন, “এভাবে সকল প্রদেশে স্বেচ্ছাসেবকদের সহযোগীতা অব্যাহত থাকলে আমরা দ্রুত অন্যান্য
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post