মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ করোনায় নতুন আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় কিছুটা বাড়লেও কমেছে মৃতের সংখ্যা। বুধবার (১৪-জুলাই) ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৪ জন এবং মৃতের সংখ্যা ১২ জন। যা গতকালের তুলনায় আজ আক্রান্ত বেড়েছে ১০২ জন। তবে গতকালের চেয়ে আজ মৃতের সংখ্যা কমেছে ২৫ জন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৮৮ হাজার ১৩৮ জনের এবং মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ১৭৪ জন। মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৮৪ জন। দেশটিতে গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ১৩০ জন এবং আইসিইউতে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৪৬ জন। বর্তমানে দেশটির সুস্থতার সূচক বেড়ে দাঁড়িয়েছে ৯১ শতাংশে। হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ১ হাজার ২৬৫ জন।
এদিকে, গতকাল (১৩-জুলাই) সবচেয়ে বেশি করোনায় মৃত্যুর রেকর্ড করা হয়েছে রাজধানী মাস্কাটে। অত্র অঞ্চলে ১৭ জনের মৃত হয়েছে। যারমধ্যে আল সিব অঞ্চলে ৬ জনের মৃত হয়েছে। অঞ্চল হিসেবে মঙ্গলবার দেশটির সর্বোচ্চ করোনায় মৃত্যুর রেকর্ড করা হয়েছে আল সিব অঞ্চলে।
তারাসুদ প্লাস অ্যাপের তথ্য মতে, মাস্কাট প্রদেশের মাতরাহ ও বৌশার অঞ্চলে চারজন করে মোট আটজন, মাস্কাটে দুই জন এবং আল আমরাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এ ছাড়াও মাস্কাট প্রদেশের বাহিরে উত্তর আল বাতিনায় করোনায় মারা গিয়েছেন ১২ জন।
আল ওস্তা এবং আল বুরাইমি প্রদেশে দুইজন করে চারজন। দক্ষিণ-আল বাতিনা, দাখেলিয়াহ, দক্ষিণ ও উত্তর আশ শারকিয়াহ প্রদেশে একজন করে করোনায় মারা গিয়েছেন। তবে ওমানের মুসান্দাম, ধোফার ও আল দাহিরা প্রদেশে করোনায় মৃত্যুর রেকর্ড শূন্যের কোঠায় নেমে এসেছে বলে জানিয়েছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও ভারতে নতুন করে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকহারে বাড়ছে। গতকাল দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ৭৯২ জন। যা দেশটির একদিন আগের তুলনায় দৈনিক সংক্রমণ বেড়েছে ২৩ শতাংশ। একইসাথে বাংলাদেশেও ঊর্ধ্বমুখী রয়েছে করোনায় নতুন আক্রান্ত এবং মৃত। গতকাল দেশে নতুন মৃত হয়েছে ২০৩ এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৯৮ জন।
এদিকে চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শনাক্তের দিক থেকে আগের সব রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে নতুন রেকর্ড। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার তিনজন। যা একদিনের হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ।
এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০ জন। শনাক্তের হার ৩৪.৯৫ শতাংশ। বুধবার (১৪ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে গতকাল (১৩ জুলাই) সর্বোচ্চ করোনা আক্রান্ত হয়েছিল ৯৫৫ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post