ওমানে গতকাল সবচেয়ে বেশি করোনায় মারা গিয়েছেন দেশটির মাস্কাট প্রদেশের সিব অঞ্চলে। এই অঞ্চলে গতকাল মারা গিয়েছেন ৬ জন। এলাকাটিতে মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪২ জনে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাভাইরাস মনিটরিং অ্যাপ তারাসুদ প্লাসের তথ্য অনুযায়ী, মাস্কাট প্রদেশে গতকাল সবচেয়ে বেশি নাগরিক করোনায় মারা গিয়েছেন। এই প্রদেশে মারা গিয়েছেন ১৫ জন। অন্যদিকে আল বুড়াইমি, দাখিলিয়াহ এবং মুসান্দাম প্রদেশে করোনায় মৃত্যুর সংখ্যা শূন্য।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে ওমানে করোনায় মারা গিয়েছেন ৪০ জন নাগরিক। যাদের তালিকা নিম্নে দেওয়া হলো:
সুলতান কাবুস কুইজের ফলাফল দেখুন এই লিংকেঃ http://probashtime.net/sultan-khabus/
মাস্কাট প্রদেশে মারা গিয়েছেন ১৫ জন :
সিবে-৬ জন, বাওশারে-৫ জন, আল আমেরাতে-২ জন, মুতরাহতে-১ জন, মাস্কাটে-১ জন।
উত্তর আল বাতিনায় মারা গিয়েছেন ৯ জন:
সোহরে-৪ জন, আল সুওয়াইখে-২ জন্, সাহামে-১ জন, আল খাবৌরাতে-১ জন, শিনাসে-১ জন।
দক্ষিণ আল বাতিনা দেশে মারা গিয়েছেন ৭ জন।
রুস্তাকে-৪ জন, মাসনাতে- ১ জন, নাখালে-১ জন, বারকাতে-১ জন,
উত্তর আল শারিকিয়াহ প্রদেশে মারা গিয়েছেন ২ জন:
আল মুধাইবী ও ইব্রাহতে ১ জন করে দুই জন।
আল ধাহিরা প্রদেশে মারা গিয়েছেন ২ জন:
ইবরিতে -২ জন।
ধোফার প্রদেশের সালালাহতে মারা গিয়েছেন ১ জন এবং আল ওস্তার হায়মাতে মারা গিয়েছেন-১ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post