মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে নিতে একের পর এক নতুন আইন জারী করছে ওমান সরকার। এরই ধারাবাহিকতায় দেশটির মাতরাহ কাঁচা বাজারে শিশু এবং প্রবীণদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মাস্কাট পৌরসভা। রবিবার এক বিবৃতিতে পৌরসভা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও মাতরাহ বাজারে প্রবেশে আরো কিছু নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। সেই নির্দেশনাগুলো হলো:
আরো পড়ুনঃ ইসলামিক কুইজে অংশগ্রহণ করে জিতে নিন নগদ অর্থ পুরষ্কার!
১. বাজারে সকল প্রবেশকারীদের শরীরে তাপমাত্রা যাচাই করতে হবে।
২. বাজারে প্রবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
৩.বাজারে দর্শনার্থীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৪. বাজারে প্রবেশে এবং বাহির হওয়ার জন্য একটি মাত্র পথ ব্যবহার করা হবে।
৫. বাজারের সকল দোকানে যথাযথ বায়ু চলাচল অবস্থা রাখতে হবে।
৬.বাজারে ৩০ শতাংশের বেশি গ্রাহক প্রবেশ করতে পারবে না।
৭. গ্রাহকরা ডিসপ্লেতে থাকা কোনো পণ্য খালি হাতে ধরতে পারবে না।
৮. দোকানে সকল ডিসপ্লে টেবিলের মধ্যে দূরত্ব রাখতে হবে।
এদিকে ওমানের মাস্কাট পৌরসভার টিকাদান কেন্দ্রগুলোতে ৪৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য করোনা ভ্যাকসিন প্রদানের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। এক বিবৃতিতে মাস্কাটের স্বাস্থ্যসেবা অধিদপ্তর জানিয়েছে, “দেশের বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে করোনা ভ্যাকসিন দেওয়ার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ৪৫ বছর বা তার বেশি বয়সী বয়সী নাগরিকদের জাতীয় টিকাদান কর্মসূচিটি অন্তর্ভুক্ত করার পরিকল্পনা অনুসারে নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
১- ওমান কনভেনশন সেন্টারে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা এবং সাপ্তাহিক ছুটির দিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কর্মসূচি চলবে।
২- কোরিয়াত অঞ্চলের আল সাহেল স্বাস্থ্য কেন্দ্রে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত চলবে এই কার্যক্রম।
বিবৃতিতে আরো বলা হয়েছে “যে সকল নাগরিক করোনা ভ্যাকসিন গ্রহণের জন্য নিবন্ধন করেছে, তাদেরকে উল্লিখিত সময়ের মধ্যে টিকাদান-কেন্দ্রে গিয়ে করোনা ভ্যাকসিন নিতে অনুরোধ জানানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post