সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ ড. ইউনূসের

Dr. yunus receives honorary doctorate degree from soka university

জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন নোবেল বিজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সামাজিক উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার (৩০ মে) তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত করা হয়।

ডিগ্রি গ্রহণের পর সোকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক ইউনূস। টোকিওতে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সুজুকিও উপস্থিত ছিলেন এবং তিনি বক্তব্য প্রদান করেন।

প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস বর্তমানে জাপানে চার দিনের সরকারি সফরে রয়েছেন। সফরের অংশ হিসেবে তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন এবং শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় করেছেন।

চার দিনের সফর শেষে শনিবার (৩১ মে) সকালে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি টোকিও ত্যাগ করবেন। সিঙ্গাপুর হয়ে ওই রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।

উল্লেখ্য, অধ্যাপক ইউনূস গত ২৭ মে সরকারি সফরে জাপানে পৌঁছান এবং বিভিন্ন শিক্ষা, সামাজিক ও নীতিনির্ধারণী কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize