কাতারে পৌঁছেই বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারীকে ফুলের শুভেচ্ছায় বরণ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। বুধবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল সংখ্যক প্রবাসী তার আগমন উপলক্ষে ভিড় জমায় এবং তাকে উষ্ণ অভিনন্দন জানান।
এক সপ্তাহের সফরে ড. আজহারী কাতার আওক্বাফ ও ধর্ম মন্ত্রণালয় আয়োজিত বিভিন্ন ওয়াজ মাহফিলে অংশ নেবেন। সফরের শুরুতেই দোহা ইসলামিক কালচারাল সেন্টারের বিন যাইদ মিলনায়তনে আয়োজিত উলামা সমাবেশে তিনি বক্তব্য রাখেন।
আগামী দিনগুলোতে তার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে আল খোরের উসমান বিন আফফান মসজিদ, লেবার সিটির এশিয়ান টাউন মসজিদ, আল ওয়াকরার হামযা বিন আব্দুল মুত্তালিব মসজিদ এবং শারে আসমাখের বুখারী মসজিদে।
আরও
আয়োজকদের মতে, প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ ও ভালোবাসায় ড. আজহারীর এ সফর আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। তারা বিশ্বাস করেন, এ আয়োজন শুধু ধর্মীয় অনুপ্রেরণাই নয়, প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকেও আরও শক্তিশালী করবে।











