সর্বশেষ

বিমানবন্দরের কর্মীদের জন্য বাধ্যতামূলক মাদক পরীক্ষা চালু

Kuwait introduces mandatory drug testing for airport staff

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা শক্তিশালী করতে সব কর্মীর জন্য অ্যালকোহল ও মাদক পরীক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে বিমানবন্দর ও এয়ারপোর্টের নিরাপত্তা মান উন্নত করা হবে।

বিমানবন্দরে কর্মরত সব প্রতিষ্ঠানের কর্মীদের মেডিকেল স্ক্রিনিং করতে হবে, বিশেষ করে যারা লাইসেন্স ওই কর্তৃপক্ষের মাধ্যমে পেয়েছেন। পরীক্ষায় মাদক, সাইকোট্রপিক পদার্থ এবং অ্যালকোহল অন্তর্ভুক্ত থাকবে। অনুমোদিত চিকিৎসা প্রতিষ্ঠানের মাধ্যমে আগামী মাসের মধ্যে এই পরীক্ষা সম্পন্ন করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে ৪ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফল বা মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে। ইতোমধ্যে একটি প্রতিষ্ঠান তাদের টেকনিক্যাল লাইসেন্সধারী কর্মীদের জানিয়েছে, সোমবার থেকে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা দিতে অস্বীকার করাকে পজিটিভ ফলাফল হিসেবে গণ্য করা হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বক্তব্য, এই নতুন নীতির উদ্দেশ্য হলো বিমানবন্দর কার্যক্রমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা এবং কুয়েতকে আঞ্চলিক হাব হিসেবে জনগণের আস্থা বজায় রাখা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post