ওমানের মাটিতে যেন থামছেই না মৃত্যুর মিছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা প্রবাসীদের মাঝে গভীর শোক ও আতঙ্কের ছায়া ফেলেছে। আট বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকানোর আগেই উত্তর আল বাতিনায় আরেকটি বড় দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
গেল সপ্তাহের বুধবার, ৮ অক্টোবর, ওমানের দুকুম এলাকার সিদরা সড়কে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। আট বাংলাদেশি প্রবাসীর জীবন কেড়ে নেয় একটি বেপরোয়া মাছবাহী ট্রাক। ঘটনাস্থলেই প্রাণ হারান সাতজন, পরে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে যান আরও একজন।
সেই শোক কাটিয়ে ওঠার আগেই ঠিক এক সপ্তাহ পর, গতকাল বুধবার (১৫ অক্টোবর) উত্তর আল বাতিনার আল খাবুরাহ এলাকায় ঘটে যায় আরেকটি বড় দুর্ঘটনা। এতে অন্তত ৪২ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে ৩ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ১০ জন মাঝারি এবং ২৯ জন সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
আরও
এক সপ্তাহের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।বর্তমানে পুরো ওমানজুড়ে, বিশেষ করে প্রবাসীদের মধ্যে, এক ধরনের চাপা আতঙ্ক ও গভীর শোক বিরাজ করছে।










