ওমানের শ্রম মন্ত্রণালয় দেশটিতে কর্মরত অগণিত প্রবাসীর সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে। এখন থেকে কর্মক্ষেত্রে কোনো প্রবাসী গুরুতর দুর্ঘটনার শিকার হলে, পেশাগত কারণে আঘাত পেলে বা অসুস্থ হয়ে পড়লে, সেই তথ্য অবশ্যই ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
শ্রম মন্ত্রণালয়ের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত আইনের ১৩ নম্বর ধারা অনুসারে এই নিয়ম সকল নিয়োগকর্তার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, যেকোনো বড় দুর্ঘটনা ঘটলে নিয়োগকর্তাকে অবশ্যই লিখিতভাবে শ্রম মন্ত্রণালয়ের পেশাগত সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। এই নিয়ম ওমানে কর্মরত সকল প্রবাসী শ্রমিকের জন্য প্রযোজ্য।
এর পাশাপাশি, যে সকল প্রবাসী বীমার আওতাভুক্ত, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ঘটা যেকোনো দুর্ঘটনার বিষয়ে সামাজিক সুরক্ষা তহবিলেও (Social Protection Fund) রিপোর্ট করতে হবে। ওমানে কর্মরত বিশাল প্রবাসী জনগোষ্ঠীর জন্য এই নতুন নিয়মটি একটি বড় সুরক্ষাকবচ হিসেবে কাজ করবে, যা তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।










