মধ্যপ্রাচ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে ওমান এয়ার। ইন-ফ্লাইট মানচিত্র থেকে ইসরায়েলের নাম মুছে দিয়ে সেখানে ফিলিস্তিন রাষ্ট্র দেখিয়েছে—এমনটাই জানিয়েছে একাধিক আন্তর্জাতিক মাধ্যম। ঘটনা প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া।
বিষয়টি সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় প্রশংসা—ফিলিস্তিনপন্থি যাত্রীরা একে ‘সংহতির বার্তা’ বলছেন। সমালোচনাও আছে—অঞ্চলীয় রাজনীতিতে প্রভাব নিয়েই প্রশ্ন। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক দূরত্ব আর জনমতের চাপ—এই দুই প্রেক্ষাপটে এয়ারলাইন্সের সিদ্ধান্ত নীতিগত অবস্থানকে তুলে ধরে। তবে কোম্পানির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো সবার নজরে নেই।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যের আকাশপথে ফিলিস্তিন ইস্যুতে আগেও কয়েক দফা বিতর্ক হয়েছে। আরবের বেশকিছু দেশ ইতিপূর্বে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও নিজেদের দূরত্বে রেখেছে ওমান।











