সর্বশেষ

ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ দেশে ফেরানোর দাবি

Imges

ওমানের দুকুম সিদরা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুতে তাদের পরিবার দ্রুত মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে বিশেষ তৎপরতা প্রত্যাশা করছেন তারা।

Tob oman family 09102025 860x484

প্রত্যক্ষদর্শী প্রবাসী শিপন ও সজীব চৌধুরী জানান, স্থানীয় সময় বুধবার বিকেল ৩টা ২০ মিনিটে সাগর থেকে মাছ ধরার পর ফেরার পথে একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন। নিহতদের মরদেহ বর্তমানে দুকুম হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন সারিকাইত ইউনিয়নের মোহাম্মদ আমিন সওদাগর, আরজু, মোহাম্মদ বাবলু, সাহাব উদ্দিন, মোহাম্মদ রকি এবং মাইটভাংগা ইউনিয়নের জুয়েল ও সন্দ্বীপ পৌরসভার মোহাম্মদ রনি।

সাহাব উদ্দীনের মামাতো ভাই আরিয়ান আহমেদ জাবেদ জানান, গাড়ির ড্রাইভারই দুর্ঘটনার খবর স্থানীয় প্রবাসীদের জানায় এবং তারা তা দেশে পরিবারের কাছে পৌঁছে দেন।

নিহত জুয়েলের বাবা জামাল উদ্দীন সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, “আমার ছেলে পরিবারের জন্য অনেক কষ্ট করে বিদেশে গিয়েছিল। এখন শুধু চাই, মরদেহ দেশে ফিরিয়ে আনা হোক, শেষবার ওর মুখটা দেখতে পারি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post