সর্বশেষ

ওমানে প্রবাসী স্বামীর কাছে যাওয়া হলো না পপির

Poppy not allowed to visit expatriate husband in oman

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক ও এক নারী যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনিয়ন্দ এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

1757938964231 600x337

নিহতরা হলেন—কসবা উপজেলার শিকারপুর গ্রামের রিয়াজুলের স্ত্রী পপি আক্তার (২৬) এবং মান্দারপুর গ্রামের হেফজু মিয়ার ছেলে অটোরিকশাচালক সাদেক মিয়া (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি কসবা থেকে যাত্রী নিয়ে মোগড়া ইউনিয়নের খলাপাড়া যাচ্ছিল। পথে মনিয়ন্দের দীঘিরজান এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পপি ও সাদেক মারা যান।

C386423642a1557727cef0cbaa774e7b5cbb0fa1344ff6a0

নিহত পপির বাবা বীর মুক্তিযোদ্ধা কাজী ফরিদ উদ্দিন জানান, চলতি মাসের ২৮ তারিখে মেয়ের ওমানে যাওয়ার কথা ছিল। কিন্তু অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময়ই তার প্রাণ ঝরে গেল। বড় বোন লিপি আক্তার বলেন, পরিবারের সবার আদরের ছোট বোন পপি আজ ড্রাইভার সাদেক মিয়াকে নিয়ে খলাপাড়ায় যাচ্ছিলেন। কিন্তু দুর্ঘটনায় দুজনই আমাদের কাছ থেকে চিরবিদায় নিলেন।

স্থানীয়রা জানান, মনিয়ন্দের দীঘিরজান এলাকার এই রেলক্রসিংয়ে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত এখানে গেট স্থাপন ও প্রহরী নিয়োগের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি এড়ানো যায়।

Sw 45.1757947681

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, অরক্ষিত রেলক্রসিংয়ে পারাপারের সময় দুর্ঘটনা ঘটে এবং এতে দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post