মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে বড় ধরনের কিছু ঘটনার ‘প্রকৃত সুযোগ’ তৈরি হয়েছে। নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রথমবারের মতো বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, যার জন্য সবাই প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। খবর আনাদোলু এজেন্সির।
ট্রাম্পের পোস্টের পর সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, আরব দেশগুলো ইতিমধ্যে অসাধারণ ভূমিকা রেখেছে এবং হামাসও তাদের সঙ্গে আলোচনা করছে। তিনি আরব বিশ্বের প্রতি তার শ্রদ্ধার কথা উল্লেখ করে বলেন, আরব বিশ্ব শান্তি চায়, ইসরাইল শান্তি চায় এবং নেতানিয়াহুও শান্তি চান।
ট্রাম্প বলেন, তার মূল লক্ষ্য শুধু গাজার যুদ্ধ বন্ধ করা নয়, বরং পুরো অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা। এদিকে, তাঁর ঘনিষ্ঠ সহযোগী হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার নিউইয়র্কে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
আরও
এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্প তুরস্ক, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে মূলত গাজা সংঘাত ও শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
এসময় ট্রাম্প ২১ দফা পরিকল্পনা উপস্থাপন করেন, যেখানে গাজা যুদ্ধের অবসান, জিম্মিদের মুক্তি এবং হামাসকে বাদ দিয়ে শাসনকার্য পরিচালনার প্রস্তাব রাখা হয়। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার অনুমতি দেওয়া হবে না।









