ইরানের পাশে থাকার ঘোষণা দিলো হিজবুল্লাহ

Ezgif 6a004d6ddf66f3 6854711320d83

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে উত্তেজনা চরমে পৌঁছেছে। একাধিক পাল্টাপাল্টি হামলায় প্রাণহানির ঘটনা ঘটছে নিয়মিত। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিয়ে জল্পনা বাড়ছে।

এই প্রেক্ষাপটে ইরানের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছে লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সংগঠনটির শীর্ষ নেতা শেখ নাঈম কাসেম এক বিবৃতিতে জানান, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি শুধু ইরানের ওপর নয়, বরং সমগ্র অঞ্চলের জনগণের বিরুদ্ধে এক ধরণের আগ্রাসনের শামিল।

আল জাজিরার বরাতে জানা গেছে, শুক্রবার দেওয়া ওই বিবৃতিতে কাসেম বলেন, ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্রের হুমকির প্রেক্ষিতে হিজবুল্লাহ নিরপেক্ষ থাকছে না। বরং তারা ইরানের স্বাধীনতা ও বৈধ অধিকারের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে।

যদিও হিজবুল্লাহ এখনো সরাসরি এই সংঘাতে যুক্ত হয়নি, তবে গত বছর ইসরায়েলের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে দুর্বল হয়ে পড়া সংগঠনটি লেবানন সীমান্তেও এখন পর্যন্ত সক্রিয় হয়নি। তবুও কাসেমের বক্তব্যে হিজবুল্লাহর অবস্থান স্পষ্ট: “আমরা যা প্রয়োজন মনে করব, তাই করব, এবং মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize