ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী। তাদের মতে, যুদ্ধ অব্যাহত রাখার ফলে এখন সামরিক চেয়ে রাজনৈতিক ক্ষতি অনেক বেশি হচ্ছে। বৃহস্পতিবার (১২ জুন) ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মন্ত্রী সরাসরি নেতানিয়াহুকে জানিয়েছেন— যুদ্ধ দীর্ঘায়িত হলে সরকার আরও চাপের মুখে পড়বে এবং এর রাজনৈতিক মূল্যও চড়তে থাকবে। তারা দ্রুত যুদ্ধ বন্ধে কার্যক্রম শুরু করার সুপারিশ করেছেন। একই সময়ে জানা গেছে, নেতানিয়াহুর সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোনে আলাপ হয়েছে এবং সেখানেও ট্রাম্প যুদ্ধ বন্ধের পরামর্শ দিয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সেই থেকে আন্তর্জাতিক মহলের বারবার যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে দেশটি অব্যাহতভাবে সামরিক হামলা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে এই হামলায় ৫৫ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
আরও পড়ুন
চ্যানেল ১২ জানায়, যুদ্ধ শুরুর পর থেকে এই প্রথমবার সরকারের অভ্যন্তর থেকে প্রকাশ্যে যুদ্ধ বন্ধের দাবি উঠল। একইসঙ্গে উঠে এসেছে গাজার চরম মানবিক বিপর্যয়ের চিত্র। মার্চ মাস থেকে গাজার সব সীমান্ত বন্ধ থাকায় খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা প্রবেশ করতে পারছে না। বিভিন্ন ত্রাণ সংস্থা জানিয়েছে, প্রায় ২৪ লাখ মানুষ অনাহারে ভুগছে এবং পরিস্থিতি দ্রুত দুর্ভিক্ষে রূপ নিতে পারে।
উল্লেখ্য, গাজায় চালানো সামরিক আগ্রাসনের জন্য ইতোমধ্যে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি হয়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে।