কুয়েতে কার্যকর হলো নতুন আইন

Kuwait

কুয়েতে জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান রক্ষায় একটি নতুন ডিক্রি জারি করা হয়েছে, যেখানে পতাকার অবমাননার জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। গত রবিবার জারি করা এই ডিক্রি অনুযায়ী, ছেঁড়া বা পুরোনো পতাকা উত্তোলন করলে বা পতাকার প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা প্রদর্শন করলে সর্বোচ্চ এক হাজার দিন পর্যন্ত কারাদণ্ড অথবা তিন হাজার কুয়েতি দিনার (KD) জরিমানা হতে পারে।

নতুন এই আইনে বলা হয়েছে, জনসাধারণের সামনে ছেঁড়া, বিবর্ণ বা অনুপযুক্ত অবস্থায় থাকা কুয়েতি পতাকা উত্তোলন করা একটি গুরুতর অপরাধ বলে গণ্য হবে। এছাড়া, পতাকাকে যেকোনো ধরনের অশোভন বা অসম্মানজনক উপায়ে প্রদর্শন করা হলেও একই শাস্তির সম্মুখীন হতে হবে। এই পদক্ষেপের মাধ্যমে জাতীয় প্রতীকের প্রতি নাগরিকদের সম্মান ও শ্রদ্ধাবোধ জাগ্রত করার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটির সরকার।

ডিক্রিতে আরও একটি গুরুত্বপূর্ণ ধারা যোগ করা হয়েছে, যেখানে অনুমতি ছাড়া জনসমক্ষে কুয়েতের পতাকা ব্যতীত অন্য কোনো দেশের পতাকা উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে, এই নিয়মের কিছু ব্যতিক্রমও রাখা হয়েছে। কুয়েত যখন কোনো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে অথবা কোনো রাষ্ট্রীয় সফরের সময় অতিথি দেশের পতাকা উত্তোলনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

শুধু বিদেশি পতাকা নয়, নতুন ডিক্রি অনুযায়ী দেশটির অভ্যন্তরে যেকোনো ধরনের ধর্মীয়, উপজাতীয় বা সামাজিক গোষ্ঠীর ব্যানার, পতাকা বা লোগো জনসমক্ষে প্রদর্শনও নিষিদ্ধ করা হয়েছে। এর মাধ্যমে সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যকে আরও সুসংহত করার বার্তা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে নিবন্ধিত স্পোর্টস ক্লাবগুলোর নিজস্ব পতাকা বা লোগো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post