ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে শর্তসাপেক্ষে সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, স্থায়ী যুদ্ধবিরতির আগে গাজা থেকে হামাসকে সরে যেতে হবে এবং পুরো এলাকা নিরস্ত্রীকরণ করতে হবে।
টাইমস অব ইসরায়েল পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির একটি প্রাথমিক খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে ইসরায়েল। প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের জন্য অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে, যার মধ্যে হামাস ১০ জন জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।
নেতানিয়াহু জানান, তিনি মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাবে সম্মত হয়েছেন, তবে স্থায়ী শান্তির জন্য তার কঠোর শর্ত রয়েছে। এসব শর্ত বাস্তবায়ন সহজ নয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, দোহায় চলমান আলোচনায় অংশ নেওয়া ইসরায়েলি দল এই বিষয়গুলো গভীরভাবে পর্যালোচনা করছে।
আরও পড়ুন
এর আগে নেতানিয়াহু যুদ্ধ সম্পূর্ণ বন্ধের প্রস্তাবগুলো বরাবরই প্রত্যাখ্যান করে আসছিলেন। তবে এবার আন্তর্জাতিক চাপ এবং দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে তার অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
হামাসের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও সংগঠনটি আগেই জানিয়ে দিয়েছে, তারা ইসরায়েলের দখলদারিত্ব মেনে নেবে না এবং অস্ত্র সমর্পণের প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের দেওয়া শর্তগুলো হামাসের অস্তিত্ব ও রাজনৈতিক অবস্থানকে অস্বীকার করে, যা তাদের জন্য গ্রহণযোগ্য নয় বলেই ধারণা করা হচ্ছে।