কুয়েত সরকার বাংলাদেশি শ্রমিকদের কাজের দক্ষতার সুনামের কারণে এবং বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় বিভিন্ন পেশায় শ্রমিক আনার ভিসা প্রক্রিয়া শিথিল করেছে।
২০০৭ সাল থেকে কুয়েত সরকার বাংলাদেশ, আফগানিস্তান, ইরানসহ কয়েকটি দেশের শ্রমিক ভিসার প্রক্রিয়া কঠোর করেছিল। বর্তমানে কুয়েতে প্রায় ৩ লক্ষ বাংলাদেশি প্রবাসী রয়েছেন।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি সংবাদকর্মীদের সাথে মতবিনিময়কালে কুয়েত প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন
এসময় সাংবাদিকরা ভিসার ধরন গোপন করে উচ্চমূল্যে বিক্রি এবং ভিসা ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা তুলে ধরেন।
রাষ্ট্রদূত শ্রমিকদের ভিসার ধরন জেনে আসার অনুরোধ করেন এবং দূতাবাসের মাধ্যমে সত্যায়িত ভিসায় আসার পর চুক্তি অনুযায়ী প্রতারিত হলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান।
রাষ্ট্রদূত আরও বলেন, প্রবাসীরা পাসপোর্ট সংক্রান্ত সমস্যাসহ যেকোনো সমস্যায় সরাসরি দূতাবাসে যোগাযোগ করতে পারেন।