পবিত্র রমজানের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

পবিত্র রমজানের তারিখ ঘোষণা করলো সৌদি আরব

সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। ফলে দেশটিতে ১ মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত রমজান মাস।

তিনি আরও উল্লেখ করেছেন, এ বছর রমজান মাসটি হবে ২৯ দিনের। সে অনুযায়ী রমজানের শেষ দিন হবে ২৯ মার্চ, আর ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ। তবে চাঁদ দেখা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানান, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৩টা ৪৪ মিনিটে জন্ম নেবে। সেদিন সূর্যাস্তের পর ৩২ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে অবস্থান করবে, যা খালি চোখে সহজেই দেখা যাবে।

আবহাওয়াবিদদের মতে, এ বছর রমজান মাসের শুরুতে শীত মৌসুমের সমাপ্তি ঘটবে। রমজানের প্রথম দিনটি বসন্তকালে পড়ায় দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে কম থাকবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর ও কাতারের মুসলিমরা প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখবেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। সে হিসেবে এ বছর বাংলাদেশে ২ মার্চ থেকে পবিত্র রমজান মাসের সূচনা হবে।

এই সংবাদটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রমজান মাসের প্রস্তুতি ও সময়সূচি সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post