টিকটক কিনতে চীনের সঙ্গে ফের আলোচনায় ট্রাম্প

Trump in talks with china again to buy tiktok

চীনা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের যুক্তরাষ্ট্র অংশ কেনার বিষয়ে আবারও আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহেই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা তাঁর কোনো প্রতিনিধির সঙ্গে সরাসরি বৈঠক হতে পারে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (৪ জুলাই) এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প জানান, “সোমবার বা মঙ্গলবার প্রেসিডেন্ট শি অথবা তাঁর কোনও দূতের সঙ্গে আলোচনা হতে পারে। চুক্তির বিষয়টি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে।” তিনি আরও বলেন, প্রয়োজনে আলোচনা চালাতে তিনি নিজে চীন সফর করতে পারেন, অথবা শি জিনপিংকে আমন্ত্রণ জানানো হতে পারে। গত মাসেই উভয় নেতা একে অপরকে নিজ নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন।

এর আগে গত মাসে ট্রাম্প সরকার চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইটড্যান্সকে ১৭ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের যুক্তরাষ্ট্র অংশ বিক্রির জন্য সময়সীমা বেঁধে দেয়। অন্যথায় অ্যাপটি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। ট্রাম্প বলেন, “চুক্তি চূড়ান্ত করতে চীনের সম্মতি লাগবে। আমি পুরোপুরি আশাবাদী নই, তবে বিশ্বাস করি এটি সম্ভব। এই সমঝোতা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে।”

প্রসঙ্গত, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই ট্রাম্প টিকটকের বিরুদ্ধে নিরাপত্তা উদ্বেগ তুলে প্রথম নির্বাহী আদেশ জারি করেন। এরপর আরও দুটি নির্বাহী আদেশের মাধ্যমে অ্যাপটির ওপর নিয়ন্ত্রণ কঠোর করা হয় এবং চূড়ান্ত সময়সীমা নির্ধারণ হয় আগামী ১৭ সেপ্টেম্বর।

টিকটকের যুক্তরাষ্ট্র অংশকে একটি স্বতন্ত্র মার্কিন কোম্পানিতে পরিণত করার পরিকল্পনা নিয়েও আলোচনা চলছিল, যাতে মালিকানা হস্তান্তর হয় আমেরিকান বিনিয়োগকারীদের হাতে। তবে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণা আসার পর বেইজিং আপত্তি তোলে এবং আলোচনা স্থগিত হয়ে যায়। বর্তমানে টিকটকের মার্কিন ভবিষ্যৎ নির্ভর করছে আসন্ন আলোচনার ফলাফলের ওপর, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সাফল্য হয়ে উঠতে পারে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize