ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এ ধরনের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং একটি সার্বভৌম রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে সরাসরি আক্রমণ।
সোমবার (২৩ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানায়, উত্তর কোরীয় মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন। তার মতে, এই দুই দেশের উসকানিমূলক কর্মকাণ্ড বিশ্বশান্তির জন্য হুমকি সৃষ্টি করছে।
তিনি আরও বলেন, চলমান উত্তেজনার জন্য মূলত ইসরায়েলের আগ্রাসী নীতি ও দখলদার মনোভাব দায়ী। পশ্চিমা দেশগুলোর মদদ ও স্বীকৃতির কারণে ইসরায়েল বারবার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন
উত্তর কোরিয়ার এ বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের ওপর হামলা কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, বরং আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচারের ওপরও আঘাত। তাই বিশ্ববাসীকে এ ধরনের আচরণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান। সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও এই দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা রয়েছে বলে আন্তর্জাতিক মহলে ধারণা প্রচলিত।