সান্ডা : ফেসবুক রিলসে মরুভূমির টিকটিকির দাপট

Sanda desert lizard dominates facebook reels

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ‘কপিলের ছেলে’ এবং ‘সান্ডা’ নামক একটি প্রাণী বেশ আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুকের বিভিন্ন রিলসে এই দুটি বিষয় এখন ট্রেন্ডিং। ‘কপিল’ শব্দটি মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের মালিকদের সম্বোধন করতে ব্যবহৃত হয়। একদিকে যেমন কপিলের ছেলেকে নিয়ে চলছে নানা রসিকতা, তেমনই এই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সান্ডা নামের মরুভূমির টিকটিকিটি।

Images

অনেকের কাছে সান্ডার বিরিয়ানি একটি মুখরোচক খাবার, যা নাকি কপিলের ছোট ছেলেরও খুব পছন্দের। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, অনেকে মনে করেন সান্ডা পুরুষের শরীরে উত্তেজনা ও যৌন শক্তি বৃদ্ধি করে এবং এর তেল পুরুষাঙ্গের বৃদ্ধিতে সহায়ক। তবে এসব দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আয়ুর্বেদিক চিকিৎসায় সান্ডার তেলের ব্যবহারের কথা শোনা গেলেও এর সত্যতা প্রশ্নবিদ্ধ।

ইসলামের দৃষ্টিতে সান্ডা খাওয়া নিয়ে বিভিন্ন মত প্রচলিত আছে। নবীজি (সা.) নিজে এটি অরুচিকর মনে করায় খাননি, তবে সাহাবিদের খেতে নিষেধও করেননি। অধিকাংশ ইসলামিক পণ্ডিতের মতে এটি হালাল হলেও হানাফি মাযহাবে এটি হারাম। তবে আরবদের মধ্যে পূর্বপুরুষদের ঐতিহ্য রক্ষায় সান্ডা খাওয়ার প্রচলন রয়েছে, বিশেষ করে এর বিরিয়ানি বেশ জনপ্রিয়।

সৌদি আরবে বসবাসকারী কয়েকজন বাংলাদেশি ব্লগার সম্প্রতি সান্ডার ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। তাদের পোস্ট করা ভিডিওর মাধ্যমেই এই প্রাণীটি নতুন করে ভাইরাল হয়েছে। আব্দুল মান্নান নামের এক ব্লগার সান্ডার শ্বাস নেওয়ার শব্দ শুনে বিস্ময় প্রকাশ করে বলেছেন, “আরে ভাইরে ভাই, এ সান্ডা দেখি সাপের মতো ফুসফুস করে! ওয়াও, অসাধারণ!”

বৈজ্ঞানিকভাবে ‘ইউরোমাস্টিক্স’ নামে পরিচিত এই প্রাণীটি আরবিতে ‘দাব্ব’ (ضبّ) নামে পরিচিত। সান্ডা অ্যাগামিডি (Agamidae) পরিবারের অন্তর্ভুক্ত এক প্রকার টিকটিকি, যাদের মূল আবাসস্থল আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের পশ্চিম এশিয়া। এদের কাঁটাযুক্ত মোটা ও শক্তিশালী লেজ আত্মরক্ষার অন্যতম হাতিয়ার। তৃণভোজী এই টিকটিকিগুলো সাধারণত মরুভূমিতে বাস করে এবং দিনের বেলায় সক্রিয় থাকে। সন্ধ্যা হলে এরা গর্তে আশ্রয় নেয়।

মরুভূমির এই নিরীহ তৃণভোজী প্রাণীটি এখন সামাজিক মাধ্যমের কল্যাণে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে এর খাদ্যগুণ বা স্বাস্থ্য উপকারিতা নিয়ে প্রচলিত ধারণাগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ না থাকায় এ বিষয়ে সচেতন থাকা জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post