চাদে বিমান বিধ্বস্তে প্রাণহানি

Plane crash in chad leaves 1 dead

মধ্য আফ্রিকার দেশ চাদের দক্ষিণাঞ্চলীয় জাকুমা অঞ্চলে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে। দুর্ঘটনায় পতিত বিমানটি একটি ছোট দুই আসন বিশিষ্ট ছিল এবং এর পাইলট ও একজন যাত্রী প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, বিমানটি আফ্রিকান পার্কস নেটওয়ার্ক নামক একটি বেসরকারি সংস্থা পরিচালনা করত। সাভান্নাহ এস মডেলের এই বিমানটি বুধবার সকালে জাকুমা অঞ্চলের বনাঞ্চলে গণ্ডার পর্যবেক্ষণের কাজে নিয়োজিত ছিল। পর্যবেক্ষণের সময়ই এটি বিধ্বস্ত হয়।

এই দুর্ঘটনায় চাদের পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এবং বিমানটির দক্ষিণ আফ্রিকান পাইলট নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে তারা জানিয়েছে, কর্তৃপক্ষ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছে যে বিমানটির দুইজন আরোহীই দুর্ঘটনায় মারা গেছেন।

তবে, ঠিক কী কারণে এই বিমান দুর্ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের জন্য চাদের কর্তৃপক্ষ ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটি দুর্ঘটনার পেছনের কারণ উদঘাটনে কাজ শুরু করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post