গাজা দখল করে ‘ফ্রিডম জোন’ বানাতে চান ট্রাম্প

Trump wants to occupy gaza and create a 'freedom zone'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের গাজার ওপর ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে অঞ্চলটি দখল করে এটিকে ‘ফ্রিডম জোন’ ঘোষণা করতে চান।

মধ্যপ্রাচ্য সফরের তৃতীয় দিনে কাতারে ট্রাম্প বলেন, গাজা নিয়ে তার একটি পরিকল্পনা আছে এবং এটি সফলভাবে সমাধান করতে পারলে তিনি গর্বিত হবেন।

ট্রাম্প বলেন, আমেরিকা যেন গাজা নিয়ে ভাবে এবং এটিকে একটি মুক্ত অঞ্চল বানায়।

এর আগে, সফরে ট্রাম্প আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং নতুন পরমাণু চুক্তিতে রাজি না হলে ইরানের তেল রফতানি শূন্যে নামিয়ে আনার হুমকি দেন।

ট্রাম্পের চলমান মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল সফরের কোনো কর্মসূচি না থাকলেও, তিনি স্পষ্ট করে দিয়েছেন যে এই অঞ্চলের কূটনীতিতে তিনি সক্রিয় ভূমিকা রাখতে চান। তবে গাজা যুদ্ধের কারণে ইসরাইল-সৌদি সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা বর্তমানে স্থবির হয়ে আছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post