কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তান-ভারতের সঙ্গে কাজ করার ঘোষণা ট্রাম্পের

Trump announces to work with pakistan, india to resolve kashmir issue

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, দুই দেশ একটি ঐতিহাসিক যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র এই শান্তি প্রচেষ্টায় সহায়তা করতে পেরে গর্বিত। তিনি কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধানেও দুই দেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে এই চুক্তিকে ঐতিহাসিক ও বীরোচিত বলে অভিহিত করেন। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্ব আরও আক্রমণ চালালে যে বিপর্যয় হতে পারত, তা থেকে সরে আসার জন্য যে প্রজ্ঞা ও ধৈর্য দেখিয়েছে, তা প্রশংসার যোগ্য। তিনি আরও বলেন, এই সাহসী পদক্ষেপের মাধ্যমে দুই দেশের নেতৃত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে।

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এই শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং তিনি এই ঐতিহাসিক ও বীরোচিত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতে পেরে গর্বিত। যদিও এই আলোচনায় কাশ্মীর ইস্যু সরাসরি অন্তর্ভুক্ত ছিল না, ট্রাম্প জানান, তিনি দুই দেশের সঙ্গে কাশ্মীর সমস্যার সমাধানে কাজ করবেন। ট্রাম্প একই সঙ্গে ভারত ও পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করছেন এবং দুই দেশকেই মহান রাষ্ট্র হিসেবে উল্লেখ করেন।

এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান একটি আকস্মিক যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে, এই চুক্তি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলেন। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, তারা এই চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post