নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবি কার্যালয়ে

Nusrat faria is being taken to the db office

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (১৮ মে) সকালে থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকার ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, ফারিয়াকে বর্তমানে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হচ্ছে। সেখানে তাকে একটি চলমান মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি ওই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন এবং সরকারি একটি দলের পক্ষ থেকে অর্থ সহায়তা করেছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একই মামলায় অভিনেতা জায়েদ খান, অপু বিশ্বাস, ভাবনা এবং নিপুণসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, মামলার আলোকেই ইমিগ্রেশন পুলিশ ফারিয়াকে আটক করেছে। তিনি জানান, মামলার সঙ্গে ফারিয়ার সম্পৃক্ততা কতটুকু তা যাচাই-বাছাই শেষে গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত তাকে আটকের অবস্থােই রাখা হয়েছে।

এ ঘটনায় দেশজুড়ে আলোচনা শুরু হয়েছে। তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে, তা আইন অনুযায়ী যথাযথভাবে ব্যবস্থাপনার মধ্যে আনা হবে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post