শাহজালাল বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণসহ যাত্রী আটক

বিমানবন্দরে সোয়া কেজি স্বর্ণসহ যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পারভেজ (৩৪) নামে এক যাত্রীকে প্রায় সোয়া কেজি স্বর্ণসহ আটক করা হয়েছে।

গতকাল রোববার (৩০ জুন) বিমানবন্দরে তাকে আটক করা হয়। পারভেজের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানে। তার বাবার নাম ইউনুস মিয়া।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, পারভেজ রোববার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে ঢাকায় আসেন। হযরত শাহজালাল বিমানবন্দরে নামার পর তার গতিবিধি সন্দেহজনক মনে হয় কাস্টমস গোয়েন্দাদের কাছে।

ফলে তারা তার লাগেজ তল্লাশি করেন। এরপর সেই লাগেজ থেকে ১ কেজি ২৩৮ গ্রাম সোনা জব্দ করেন তারা।

আরও জানা গেছে, জব্দকৃত সোনার মধ্যে ছিল ২৪টি বার, ২২টি চুড়ি, ২২টি আংটি ও ২২টি লকেট। এ ব্যাপারে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় পারভেজকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post