দুবাইয়ের একটি আদালত জনসমাগমস্থলে মাতাল অবস্থায় পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা ও গালিগালাজের অভিযোগে এক আরব নারীকে ছয় মাসের কারাদণ্ড, জরিমানা এবং দেশত্যাগের আদেশ দিয়েছেন।
গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওই নারী রাস্তায় মাতাল অবস্থায় আটক হওয়ার পর পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন এবং একাধিক পুলিশ কর্মকর্তাকে শারীরিকভাবে আক্রমণ করেন।
দুবাই পাবলিক প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, নেশাগ্রস্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার পাশাপাশি পুলিশের বিরুদ্ধে মারমুখী আচরণের কারণে মামলাটি দ্রুত আদালতে পাঠানো হয়। আদালত ফৌজদারি ও দেওয়ানি উভয় অপরাধ বিবেচনায় এনে রায় ঘোষণা করেন। আদালতের রায়ে উল্লেখ করা হয়, পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।
তবে এই রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী মনে করছেন, নারীর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপ কঠোর ও অন্যায্য হয়েছে। তাদের মতে, এই ঘটনায় নারীর মানসিক অবস্থা ও পরিস্থিতি আরও গভীরভাবে বিবেচনা করা উচিত ছিল।
এ বিষয়ে দুবাই পাবলিক প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, “আইন সবার জন্য সমান। জাতীয়তা বা স্থান নির্বিশেষে যে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” তাদের বক্তব্য অনুযায়ী, এই রায় আইনের শাসন ও জনশৃঙ্খলা রক্ষার জন্য অপরিহার্য।
এই ঘটনা দুবাইয়ের কঠোর আইন ও শৃঙ্খলা নীতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি, সামাজিক মাধ্যমের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছে, আইনের কঠোরতা ও মানবিক দিকের মধ্যে ভারসাম্য রক্ষা একটি জটিল ও আলোচিত বিষয়।