উড্ডয়নের ঠিক আগমুহূর্তে লুটিয়ে পড়লেন পাইলট

Pilot collapses just before takeoff

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের মুহূর্তে হঠাৎ করে পাইলট অসুস্থ হয়ে পড়ায় সাময়িক সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে বেঙ্গালুরু বিমানবন্দরে। শুক্রবার ভোরে ঘটে যাওয়া এই ঘটনাটি নিশ্চিত করেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।

ফ্লাইটের দায়িত্বপ্রাপ্ত পাইলট হঠাৎ করে বিমানে উঠার আগেই অচেতন হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে তার অসুস্থতার প্রকৃত কারণ এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ওইদিন ভোরে এআই-২৪১৪ নম্বর ফ্লাইটটি বেঙ্গালুরু থেকে দিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে মূল পাইলটের শারীরিক অবস্থার অবনতি ঘটায় দ্রুত বিকল্প পাইলট নিয়োগ করা হয় এবং কিছু বিলম্বে হলেও ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে উড্ডয়ন করে।

এই অপ্রত্যাশিত ঘটনার ফলে যাত্রীদের মধ্যে সাময়িক উদ্বেগ দেখা দিলেও, ফ্লাইটটি বিকল্প পাইলটের নেতৃত্বে নিরাপদে দিল্লিতে পৌঁছায়। পরে যাত্রীদের আশ্বস্ত করে বিমান সংস্থাটি জানায়, কোনো ধরনের বিপদের আশঙ্কা ছিল না।

বিমান সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অসুস্থ পাইলট এখন চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। সংস্থাটি তার দ্রুত আরোগ্য কামনা করেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize