মালয়েশিয়ায় উগ্রবাদী কার্যক্রম ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৬ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মালয় মেইল প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, চলতি বছরের ২৪ এপ্রিল থেকে সেলাঙ্গর ও জোহর রাজ্যে তিন ধাপে পরিচালিত এক অভিযানে এসব বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিচার শাহ আলাম ও জোহর বাহরু সেশন কোর্টে চলছে। বাকি ৩১ জনের মধ্যে ১৫ জনের বিরুদ্ধে দেশত্যাগের নির্দেশনা জারি করা হয়েছে এবং ১৬ জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
মন্ত্রী জানান, আটককৃতরা ইসলামিক স্টেট (আইএস)-এর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে চরমপন্থা ছড়ানোর কাজ করছিল। তারা মালয়েশিয়ার বাংলাদেশি সম্প্রদায়ের মধ্যে নিয়োগকেন্দ্র গড়ে তুলে উগ্রবাদ প্রচার, অর্থ সংগ্রহ এবং বাংলাদেশের সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত ছিল।
তিনি স্পষ্ট করে বলেন, মালয়েশিয়া কোনো বিদেশি উগ্রবাদী গোষ্ঠীর জন্য নিরাপদ আশ্রয়স্থল হতে দেবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।
সাইফুদ্দিন আরও বলেন, এই অভিযান মালয়েশিয়ান পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলোর দক্ষতার প্রমাণ। ভবিষ্যতেও দেশি ও বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা হবে। উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।