বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দ্র শেখর বলেছেন, “এই দ্বিপাক্ষিক সম্পর্কে কখনো উত্থান-পতন থাকলেও ভবিষ্যতে তা আরও উন্নত হবে।” তিনি শুক্রবার (২০ জুন) সকালে হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।
এর আগে তিনি শহরের ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। স্বামী বিবেকানন্দ যোগা কল্যাণ সংস্থার উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
চন্দ্র শেখর বলেন, “বাংলাদেশ-ভারতের সম্পর্ক কখনো কখনো চ্যালেঞ্জের মধ্যেও পড়ে, তবে দুটি দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন দৃঢ়। তাই আমরা আশাবাদী যে সামনের দিনে এই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে।”
আরও পড়ুন
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, “ভারতীয় ভিসা প্রদান কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে। ভিসার জন্য নিয়মিতভাবে আবেদন আসছে এবং গুরুত্ব অনুযায়ী তা অনুমোদনও দেওয়া হচ্ছে।”
তিনি যোগ করেন, “যোগচর্চার মতো আধ্যাত্মিক ও স্বাস্থ্যসম্মত কার্যক্রম দুই দেশের মানুষের মানসিক ও শারীরিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”