মালয়েশিয়ান তরুণীকে ছুরিকাঘাতের ঘটনায় সাইদুল নামের এক বাংলাদেশি প্রবাসী যুবককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রেমের প্রস্তাবে ব্যর্থ হয়ে ধারালো ছুরি দিয়ে ওই তরুণীর মুখে আঘাত করার অভিযোগে শুক্রবার (১৪ জুন ২০২৪) তাকে আদালতে হাজির করা হয়। আদালত ৩২৬ ধারা অনুযায়ী সাইদুলকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার অপরাধে এই সাজা দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি ২০২৪ মঙ্গলবার বিকেলে রাজধানী কুয়ালালামপুরের পার্শ্ববর্তী কোতা দামানসারার একটি শপিংমলের কাছে এই নৃশংস ঘটনা ঘটে। সাইদুল (২৫) দীর্ঘদিন ধরে ২৪ বছর বয়সী ওই মালয়েশিয়ান তরুণীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু তরুণী তার প্রস্তাবে সাড়া না দেওয়ায় সাইদুল বারবার তার সঙ্গে অশোভন আচরণ করত। অবশেষে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে ক্ষুব্ধ সাইদুল তাকে ধারালো ছুরি দিয়ে মুখ কেটে দেয়।
এই ঘটনার পর মালয়েশিয়ার সোশ্যাল মিডিয়াগুলোতে বাংলাদেশ বিরোধী তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। মালয়েশিয়ার নাগরিকরা বাংলাদেশিদের ভিসা বাতিল এবং নতুন করে বাংলাদেশিদের সে দেশে কাজের সুযোগ না দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানায়। এই ঘটনা মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।
আরও পড়ুন
এই রায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। এটি প্রবাসীদের আইন মেনে চলা এবং স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্বকে তুলে ধরে। একই সাথে, এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা যাতে উভয় দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব না ফেলে, সেদিকেও নজর রাখা জরুরি।