চীনের সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারীর অস্বাভাবিক মেকআপের কারণে রীতিমতো বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। সম্প্রতি ওই নারী ভারী মেকআপ করে একটি আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছালে, ইমিগ্রেশন চেকপয়েন্টে পাসপোর্ট স্ক্যানের সময় তার চেহারার সঙ্গে ছবির মিল না পাওয়ায় তাকে আটকানো হয়।
পাসপোর্টে থাকা ছবির সঙ্গে মুখের সাদৃশ্য না থাকায় নিরাপত্তা কর্মকর্তারা প্রথমে বিভ্রান্ত হন। পরে তাকে মেকআপ তুলতে বলা হয়। তখনই স্পষ্ট হয়, ভারী মেকআপে চেহারার প্রকৃত অবয়ব পুরোপুরি ঢেকে ফেলেছিলেন তিনি। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

আরও
ভিডিওতে দেখা যায়, এক নারী যাত্রী মুখ থেকে মেকআপ তুলছেন আর এক বিমানবন্দর কর্মকর্তা তাকে তিরস্কার করছেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের জন্য। তিনি বলেন, “এত ভারী মেকআপ কেন করেছো?” জানা যায়, ওই নারী ব্রাইডাল মেকআপে ছিলেন, যা তার মুখের প্রকৃত রূপ বদলে দিয়েছিল।
এ ঘটনায় নেটিজেনদের নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। একজন লিখেছেন, “এটা তো সাধারণ মেকআপ নয়, যেন কসপ্লে।” আরেকজন রসিকতা করে মন্তব্য করেন, “মেকআপে চেহারা এমন পালটে গেছে, যেন বাস্তব জীবনেও ফিল্টার চালু করে ঘুরে বেড়াচ্ছেন।”
তবে ভিডিও থেকে পরিষ্কার নয়, শেষ পর্যন্ত ওই নারী নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফ্লাইটে উঠতে পেরেছেন কি না। বিশেষজ্ঞরা এ ধরনের ঘটনায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভ্রমণের সময় অতিরিক্ত মেকআপ পরিহার করাই ভালো, যাতে নিরাপত্তা প্রক্রিয়ায় কোনো সমস্যা না হয়।
এ ঘটনার পর সামাজিক মাধ্যমে মেকআপ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে—সৌন্দর্য প্রকাশে স্বাধীনতা থাকা উচিত, তবে তা যেন আইডেন্টিটি যাচাইয়ে বাধা না হয়, সে বিষয়েও সচেতন থাকা জরুরি।








