অসহায়ত্বের গল্প শুনিয়ে ২৫টি বিয়ে করে প্রতারণা তরুণীর, অতঃপর…

A young woman cheated by marrying 25 people by telling stories of helplessness, then...

ভারতের রাজস্থানে এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা সামনে এসেছে। ৩২ বছর বয়সী অনুরাধা পাসওয়ান নামে এক নারী আর্থিক দুরবস্থার কথা বলে অবিবাহিত তরুণদের প্রেমের ফাঁদে ফেলতেন এবং পরবর্তীতে বিয়ে করতেন। এভাবে তিনি একে একে অন্তত ২৫টি বিয়ে করেছেন। প্রতিটি বিয়ের পরই শ্বশুরবাড়ির গয়না, নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে পালিয়ে যেতেন।

স্থানীয় পুলিশ জানায়, প্রতারণার কাজটি সুচারুভাবে পরিচালনার জন্য অনুরাধা বারবার জায়গা ও পরিচয় পরিবর্তন করতেন। প্রতারণার একটি সুসংগঠিত চক্রও তার সঙ্গে কাজ করত। এই চক্রের সদস্যরা মেয়ের অসহায় জীবন এবং দরিদ্রতার কাহিনি বলে পাত্রপক্ষকে বিয়েতে রাজি করাত। এমনকি বিয়ের আয়োজন বাবদ প্রায় দুই লাখ টাকা পর্যন্ত নেওয়া হতো।

বিয়ের পর অনুরাধা কয়েকদিন স্বামীর বাড়িতে অবস্থান করতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদের বিশ্বাস অর্জন করতেন। তারপর পরিকল্পনা অনুযায়ী খাবার বা পানীয়ের সঙ্গে মিশিয়ে দিতেন নেশাদ্রব্য। সবাই অচেতন হয়ে পড়লে তিনি ঘরের গয়নাগাটি, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যেতেন।

সম্প্রতি বিষ্ণু শর্মা নামে এক ব্যক্তির সঙ্গে অনুরাধার বিয়ে হয় গত ২০ এপ্রিল। পূর্বের কৌশলেই তিনি তার স্বামীর বাড়ির লোকজনকে অচেতন করে নগদ টাকা, গয়না ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। তবে এবার আর রক্ষা হয়নি। দ্রুত অভিযোগ জানানো হলে পুলিশ তদন্ত করে তাকে গ্রেপ্তার করে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং অনুরাধার অতীত কর্মকাণ্ড খতিয়ে দেখে বিস্মিত পুলিশ কর্মকর্তারাও। তদন্তে বেরিয়ে আসছে আরও কিছু প্রতারণার তথ্য, যা নিয়ে পুলিশ এখন কাজ করছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post