সর্বশেষ

মোদি ফের হামলা চালাতে পারেন, প্রস্তুত থাকতে হবে: ইমরান খান

Modi may attack again we must be prepared imran khan

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি ‘মিথ্যা-ফ্ল্যাগ অভিযান’ চালানোর চেষ্টা করতে পারেন। তিনি মোদির বিরুদ্ধে ‘পাকিস্তানের প্রতি গভীর ঘৃণা’ পোষণ করার অভিযোগও তুলেছেন।

নয়াদিল্লি-ইসলামাবাদে সাম্প্রতিক সামরিক সংঘাতের পর আদিয়ালা কারাগার থেকে দেওয়া ধারাবাহিক বিবৃতিতে ইমরান খান বলেন, পাকিস্তানিদের নির্ভীক মনোভাব মোদির ক্রোধ বাড়িয়ে দিয়েছে। তাই, তিনি ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরের মতো আরেকটি মিথ্যা-ফ্ল্যাগ অভিযান চালানোর চেষ্টা করতে পারেন। তিনি ২০১৯ সালে এই পরিস্থিতির পূর্বাভাস দিয়েছিলেন এবং মোদি পাকিস্তানের অর্থনৈতিক ক্ষতি করার চেষ্টা করবেন বলেও মন্তব্য করেন।

ইমরান খান বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রমাণ করেছে যে, পাকিস্তানিরা একটি সাহসী, গর্বিত এবং সম্মানিত জাতি। তিনি আরও বলেন, পাকিস্তানি সৈন্যরা যেমন আকাশ ও স্থল উভয় ফ্রন্টে মোদিকে পরাজিত করেছে, তেমনি সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানিরা মোদি ও আরএসএস-এর অপপ্রচার নস্যাৎ করে দিয়েছে।

ইমরান খান মোদির বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ তোলেন এবং পাকিস্তানি বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, যুদ্ধকালীন সময়ে দ্রুত প্রতিক্রিয়া অপরিহার্য এবং জনগণের আস্থা অর্জন করতে পারে এমন নেতৃত্বের প্রয়োজন। তিনি আরও বলেন, যুদ্ধের অবস্থায় সামরিক বাহিনীর জনগণের সমর্থনের প্রয়োজন আগের চেয়ে বেশি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post