সংঘাতের মধ্যেই ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

Pakistan shaken by earthquake amid conflict

শনিবার (১০ মে) আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ২৩০ কিলোমিটার গভীরে অবস্থিত ছিল।

ভূমিকম্পের প্রভাবে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে তীব্র কম্পন অনুভূত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি এবং উত্তর ওয়াজিরিস্তানের মতো জেলাগুলিতেও ভূকম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

ভূ-তাত্ত্বিক অবস্থানের কারণে পাকিস্তান ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি ভারতীয় এবং ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই দুটি টেকটোনিক প্লেটের সামান্য স্থান পরিবর্তন হলেই প্রায়শই পাকিস্তানে ভূমিকম্প সংঘটিত হয়।

এর আগে ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৫। ওই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। আজকের ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও দেখুনঃ

https://www.youtube.com/watch?v=BSzDzSoISCA

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post