‘ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব বইতে পারবে না’: জাতিসংঘ মহাসচিব

The world cannot afford a military conflict between india and pakistan un secretary general

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে চলছিল। শেষ পর্যন্ত উভয় দেশ সংঘাতে জড়িয়ে পরেছে। পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এই সংঘাত বিশ্ব আর সহ্য করতে পারবে না।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের এই উদ্বেগের কারণ হলো দুই দেশের মধ্যে চরম উত্তেজনা এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপ, যা আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে দুই শিশুসহ আটজন নিহত ও ১২ জন আহত হওয়ার পর পাকিস্তানের সামরিক বাহিনী এর কড়া জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ দুটি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post