পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ মার্চ) প্রদেশটির মাস্তুং এলাকায় যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে হামলা চালানোর পর সেটি হাইজ্যাক করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।
বিএলএ দাবি করেছে, তারা ট্রেনটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং যাত্রীদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। সংগঠনটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ হুঁশিয়ারি দিয়েছেন, যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ অভিযান চালানোর চেষ্টা করে, তবে সকল জিম্মিকে হত্যা করা হবে। তিনি আরও জানান, সংঘর্ষে ছয়জন পাক সেনা নিহত হয়েছে এবং শতাধিক যাত্রী এখন তাদের জিম্মায়।
#Pakistan train #hijack
Baloch #terrorists open fire at Jaffar Express, killed #Military personnel &take hundreds #hostage #Balochistan has seen series of escalating attacks on pakistani forces as part of a growing insurgency against #chinese presence https://t.co/5FttVdPYBX pic.twitter.com/VEsfXBjPuk— thinkatom24 (@thinkatom24) March 11, 2025
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, ট্রেনটির নয়টি বগিতে ৪৫০ জনের বেশি যাত্রী ছিলেন। কোয়েটা থেকে পেশওয়ারগামী এ ট্রেনে হামলা চালিয়ে বন্দুকধারীরা সেটি দখলে নেয়।
সরকারি সূত্র জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে। কোয়েটার সিবি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং অ্যাম্বুলেন্সসহ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন চালিয়ে আসছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এর আগেও বিএলএ দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা চালিয়েছে। তবে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাকের ঘটনা এটিকে আরও ভয়াবহ রূপ দিয়েছে।
এ ঘটনায় পাকিস্তান সরকার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এবং সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।