দানবাক্সে ভুল করে পড়ে গেল আইফোন, অতঃপর…

দানবাক্সে ভুল করে পড়ে গেল আইফোন, অতঃপর...

তামিলনাড়ুর থিরুপরুরে আরুলমিগু কান্দাস্বামী মন্দিরে এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দানবাক্সে দান করার সময় ভুলবশত এক ভক্তের দামি আইফোন পড়ে যায়। এরপর এই ঘটনাকে কেন্দ্র করে চরম বিতর্ক তৈরি হয়।

ঘটনার সূত্রপাত গত মাসে, যখন দীনেশ নামে এক ব্যক্তি পরিবারসহ মন্দিরে প্রার্থনা করতে যান। দানবাক্সে টাকা দেওয়ার সময় অসাবধানতায় তার আইফোনটি দানবাক্সে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন দীনেশ। কিন্তু তার অভিযোগ শোনার পর কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, দানবাক্সে যা পড়ে, তা ভগবানের সম্পত্তি হয়ে যায় এবং কোনোভাবেই তা ফেরত দেওয়া সম্ভব নয়।

দানবাক্সে ভুল করে পড়ে গেল আইফোন, অতঃপর...

মন্দির কর্তৃপক্ষ আরও জানায়, দানবাক্স মাত্র দুই মাস পরপর খোলা হয়। তাই তা খোলার নিয়মের ব্যতিক্রম করা সম্ভব নয়। দীনেশকে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় এবং অপেক্ষা করতে হয় নির্ধারিত সময়ের জন্য।

অবশেষে শুক্রবার দানবাক্স খোলার দিন মন্দিরে উপস্থিত হন দীনেশ। কিন্তু তখনও মন্দির কর্তৃপক্ষ তাদের অবস্থানে অনড় থাকে। তারা জানান, দানবাক্স থেকে মোবাইল ফিরিয়ে দেওয়া যাবে না, কারণ সেটি এখন ভগবানের সম্পত্তি। তবে তারা দীনেশকে একটি সামান্য ছাড় দেন—তিনি চাইলে গুরুত্বপূর্ণ নথির জন্য সিম কার্ডটি বের করে নিতে পারবেন।

এই আজব সিদ্ধান্তে মন্দির চত্বরে তর্ক-বিতর্কের সৃষ্টি হলেও মন্দির কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল ছিল। দীনেশের মতো অনেক ভক্তই এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post