ভিসাপ্রত্যাশীদের জরুরি নির্দেশনা দিল যুক্তরাষ্ট্র

Bad news for bangladeshis regarding visa renewal

মার্কিন যুক্তরাষ্ট্রের ঢাকাস্থ দূতাবাস থেকে এফ (F), এম (M) এবং জে (J) শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসার আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা শিক্ষার্থী কিংবা বিভিন্ন বিনিময় কর্মসূচির অংশ হিসেবে এফ, এম বা জে ভিসার জন্য আবেদন করছেন, তাদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে—ভিসা আবেদন যাচাই প্রক্রিয়া সহজ করতে যেন তারা নিজেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের গোপনীয়তা সেটিং ‘পাবলিক’ করে দেন। এতে আবেদনকারীর পরিচয় যাচাই এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা নিরূপণে সহায়তা মিলবে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, F-1 ভিসা মূলত যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে একাডেমিক অধ্যয়নের জন্য নির্ধারিত। আর F-2 ভিসা এই শ্রেণির ভিসাধারীদের স্বামী/স্ত্রী ও ২১ বছরের নিচে অবিবাহিত সন্তানের জন্য প্রযোজ্য। অন্যদিকে, M-1 ভিসা বৃত্তিমূলক ও টেকনিক্যাল শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে দেওয়া হয়, যেখানে M-2 ভিসা পরিবারের নির্ভরশীল সদস্যদের জন্য বরাদ্দ।

জে (J) ভিসা সাধারণত বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থী, গবেষক বা বিশেষজ্ঞদের জন্য ব্যবহৃত হয়, তবে এই বিজ্ঞপ্তিতে সেই অংশটি উল্লেখ করা হয়নি।

মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরাপদ রাখতে ভিসা যাচাইয়ে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ কারণে আবেদনকারীদের উচিত তাদের ডিজিটাল তথ্য সহজে যাচাইয়ের সুযোগ করে দেওয়া।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize